বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় বিজেপি তথা এনডিএ। ভারতে সপ্তদশ লোকসভা ভোটের ফল স্পষ্ট হতেই রাতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী। খবর আনন্দবাজারের

বৃস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফলাফল কার্যত স্পষ্ট, আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে সরকার গঠন করছে বিজেপি। বিজেপি একক ভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেয়ে যাচ্ছে।
মোদি যদিও আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছন, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরিক দলকে নিয়ে সরকার গঠন করবেন তিনি। অন্যদিকে সরকার গঠনের চিত্র স্পষ্ট হতেই এবার মন্ত্রিসভার জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।র লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।