দপণ ডেস্ক : নির্বাচনে দলের সভাপতি রাহুল গান্ধী নির্বাচনী বৈতরণী পার করাতে পারেননি। লোকসভা নির্বাচনে তার দলের ভয়াবহ পরাজয়ের পর এর দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর এসেছে এজন্য কংগ্রেস সভাপতি থেকে পদত্যাগ করতে চান রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আমেথি আসন থেকে প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানীর কাছে হারের পর মা সোনিয়া গান্ধীসহ দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, মা সোনিয়া গান্ধীসহ সিনিয়র কংগ্রেস নেতাদের কাছে পদত্যাগ করার কথা বলেছেন রাহুল গান্ধী।
এ সময় রাহুল বলেন, নির্বাচনে পরাজয়ের সম্পূর্ণ দায় আমি আমার কাঁধে নিচ্ছি এবং দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চাচ্ছি। তবে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুর্যেওয়ালা এমন দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন তথ্য অসত্য। রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী।
এ সময় তিনি পদত্যাগ করবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে এর জবাবে রাহুল বলেন, ৭ দিনের মধ্যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.