দর্পণ ডেস্ক : চলতি বোরো মওসুমে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি জেলায় সরকারি খাদ্য গুদামে ধান চাল ক্রয় অভিযান শুরু হয়েছে।
নেত্রকোনা খাদ্য বিভাগের উদ্যোগে জেলা শহরের বারহাট্টা রোডস্থ সরকারি খাদ্য গুদামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, সদর উজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজিদ, নেত্রকোনা জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ এইচ আর খান পাঠান সাখি, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট দীপক ধর গুপ্ত, সাবেক সভাপতি ফরিদ আহমেদ খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সামছুদ্দিন আহমেদ, নেত্রকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন ও কারিগরি খাদ্র পরিদর্শক মো. সালাউদ্দিন প্রমুখ।
নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন জানান, কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে চলতি বোরো মওসুমে নেত্রকোনা জেলায় ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.