দর্পণ ডেস্ক : পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিজেপি। লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২৩ আসনে, বিজেপি ১৮ আসনে এবং কংগ্রেস ১ আসন।
বিজেপির ফলাফলেই বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গে নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করেছে তারা। ভোটের আগে পশ্চিমবঙ্গে বেশি করে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ। তার ফল হাতেনাতেই পেয়েছে বিজেপি।
নির্বাচনী প্রচারণায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার দল পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে। অর্থাৎ ৪২ আসনের সবগুলোই তৃণমূল কংগ্রেসের ঘরে যাওয়ার কথা থাকলেও বিজেপি তা হতে দেয়নি। সেখানে সামান্য কিছু ব্যবধান রয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। বিজেপি আর অল্প কিছু আসনে এগিয়ে থাকলেই মমতার পায়ের নিচের ভীত নড়বড়ে হয়ে যেত।
নির্বাচনী প্রচারণায় মমতাকে স্পিড ব্রেকার দিদি বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি। অপরদিকে মোদিকে এক্সপায়ারি বাবু বলে পাল্টা কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রতিটি দফায় ভোটগ্রহণে ব্যাপক অশান্তি হয়েছে। সংঘর্ষে জড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।