ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় (১৭) বছরের আহত যুবককে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের বাস ও ময়মনসিংহ থেকে ফুলপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উদ্ধার কাজে সহায়তা করছেন।