অবৈধভাবে ইউরোপে প্রেরণকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদরদফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নিহতে জড়িত চক্রের তিন সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’
এ বিষয়ে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।