দর্পণ ডেস্ক : ১৯ বাংলাদেশি ক্রিকেটার এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলোয়াড় ড্রাফটে নাম রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে সিপিএলের সপ্তম আসর। এর আগে খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে ২২ মে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও এবার আরো অনেক টাইগার ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সিপিএলের খেলোয়াড় ড্রাফটের তালিকার প্রকাশ করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। প্রতিটি দলে তাদের আগের স্কোয়াড থেকে ৬ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। এ বছর সিপিএলে রেকর্ড ২০ দেশ থেকে মোট ৫৩৬ জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ। এবারের সিপিএল নিয়ে সিপিএল পরিচালক মাইকেল হল বলেন, ‘এবার সিপিএলে প্রচুর ক্রিকেটারদের নাম রাখা হয়েছে। এতে লীগের মান আরো বৃদ্ধি পাবে। সিপিএলে খেলা মানে ক্রিকেটাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। এবং বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে খেলে উঁচুমানের ক্রিকেটের দিকে প্রলুব্ধ করবে। আশা করি এবারো ব্যাতিক্রম হবে না।

নিলামে বাংলাদেশের ক্রিকেটার : তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আনামুল হক বিজয়, লিটন দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, জুবায়ের হোসেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফ উদ্দিন, সাইফউদ্দিন।