দর্পণ ডেস্ক : লিভারপুলকে পেছনে ফেলে গত রোববার ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি । এবার ইপিএলের সেরা কোচের দৌড়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপকে পেছনে ফেললেন ম্যান সিটির পেপ গার্দিওলা। প্রিমিয়ার লীগে তৃতীয় কোচ হিসেবে টানা দু’বার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন এই স্প্যানিয়ার্ড।
গার্দিওলার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্যার অ্যালেক্স ফার্গুসন ও চেলসির হয়ে হোসে মরিনহো এ কৃতিত্ব দেখান। বর্ষসেরা কোচের পুরস্কার জেতার পর গার্দিওলা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি এই পুরস্কারের কৃতিত্ব আমাদের দলের খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে চাই। আমার দলের স্টাফরা পুরো মৌসুম দারুণ লড়াই করেছে। মৌসুম জুড়ে দারুণ সব কোচের মুখোমুখি হতে হয়েছে আমাকে।
ইয়ুর্গেন ক্লপের কথা না বললেই নয়।’ তৃতীয় স্থানে আছেন টটেনহ্যাম হটস্পার কোচ মাউরিসিও পচেত্তিনো। আর চতুর্থ স্থানে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কোচ নুনো এসপিরিতো। রেকর্ড ৫৭ পয়েন্ট নিয়ে এবার সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে উলভস। ১৯৭৯-৮০ মৌসুমের পর এটাই উলভসের সেরা পয়েন্ট সংগ্রহ। সেবার ৪৭ পয়েন্ট সংগ্রহ করেছিল তারা।
প্রিমিয়ার লীগ শিরোপা জেতার পর ম্যান সিটির সামনে এখন ‘ঘরোয়া ট্রেবল’ জেতার সুযোগ। মৌসুমের শুরুতেই লীগ কাপ ঘরে তোলে ম্যান সিটি। আর আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে হারাতে পারলে প্রথমবারের জন্য ইংলিশ ফুটবলের ‘ঘরোয়া ট্রেবল’ নিশ্চিত করবে গার্দিওলার ম্যানসিটি। ‘ট্রেবল’ জেতা অবশ্য গার্দিওলার কাছে নতুন কিছু নয়। ২০০৮-০৯ মৌসুমে স্পেনের প্রথম কোচ হিসেবে বার্সাকে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লীগ জেতান গার্দিওলা।