রাজধানীর রবীন্দ্র সরোবরে গাছ পড়ে বাংলোদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির প্রকৌশলী মোস্তাফিজুর রহমান (৫৪) মারা গেছেন। শুক্রবার (১১ মে) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে তিনি মারা যান।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করে জানান, মোস্তাফিজুর রহমান সকালে রবীন্দ্র সরোবরে হাঁটছিলেন। এ সময় তার ওপর গাছ পড়লে তিনি মারা যান।
থানমন্ডি থানার এসআই খায়রুল জানান, লাশ থানায় আনা হয়েছে। পরিবারের ইচ্ছে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের কর্মী পাঠিয়েছি। তারা গাছটি সরিয়ে ফেলার কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করছেন।