ঢাবি রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী তামান্না তাসনিম তমাকে সহ-সম্পাদক করা হয়েছে।

সোমবার ৩০১ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এতে ঢাবির সমাজ কল্যান ও গবেষণা ইনিস্টিউটের কুয়েত মৈত্রী হলের তমাকে সহ-সম্পাদক করা হয়।

তমা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদারের মেয়ে।

এর আগে ২০১৮ সালে ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এর প্রায় নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদকের পদে ১১ জন পদ পায়। সম্পাদক, সহ সম্পাদক,উপ-সম্পাদকসহ মোট ৩০১ জনের নাম ঘোষণা করা হয়।

জন্মের পর থেকেই রাজনীতিবিদ বাবার কারনে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা তমা অত্যন্ত মিশুক স্বভাবের এবং ভাল মনের একজন মানুষ। তার এ পদ প্রাপ্তিতে নিজ জেলা পটুয়াখালীর আপাময় মানুষ আনন্দিত ও উৎফুল্ল। সামাজিক মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে গতকাল থেকেই অসংখ্য পোষ্টে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

 

কমিটির বিষয় তমা বলেন, আমার এ পদের জন্যে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকে আন্তরিক ধন্যবাদ জানাই। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাবার মত প্রকৃত দেশপ্রেমীক ও ভালো মানুষ হয়ে যেন সকলের পাশে দাড়াতে পারি। সেজন্যে আমার জন্য সকলে দোয়া করবেন।