দর্পণ ডেস্ক : কিছু ছবি রয়েছে যেগুলো আজীবন দর্শক হৃদয়ে জায়গা করে থাকে। ‘নোলক’ এমনই একটি ছবি দাবি করে ববি বলেন, ‘নোলক’ শুধু আমার ক্যারিয়ারেই না, শাকিব তো অনেক বড় শিল্পী, ওর ক্যারিয়ারেও আলোচিত হয়ে থাকবে। আমি কিংবা শাকিব মারা গেলেও দর্শক ‘নোলক’র কথা মনে রাখবে। এ ছবি নিয়ে সবাই কথা বলবে সারা জীবন… ‘নোলক’ তেমনই একটা ছবি। সালমান শাহ-মৌসুমী জুটি বেঁধে অনেক ছবি করেছেন। কিন্তু কোনো ছবিই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি যে ইমেজ তৈরি করেছিল তা ছাপিয়ে যেতে পারেনি। ‘নোলক’র ক্ষেত্রেই তাই ঘটবে।

‘আমি কিংবা শাকিব মারা গেলেও দর্শক ‘নোলক’র কথা মনে রাখবে। দীর্ঘদিন পর একটি পরিপূর্ণ ফ্যামিলি ড্রামা পেতে যাচ্ছেন দর্শকরা। এছাড়া জুটি হিসেবেও আমরা পরীক্ষীত। শাকিব খানের সঙ্গে চারটি ছবি করেছি। সবগুলোই ছিল ব্যবসাসফল। এমনকি আমাদের কিছু কিছু গান এখনো ভক্তদের কণ্ঠে শোনা যায়।’ ঈদে মুক্তির মিছিলে এগিয়ে থাকা ‘নোলক’ ছবি নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন ববি।

ছবিটি দেখতে দর্শক কেন হলে যাবে এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, মৌলিক গল্পের বিষয়ে দর্শকদের যে ক্ষুধাটা… ছবিটি দেখার পর তাদের মন ভরে যাবে। গান, নাচ, ট্র্যাজেডি… দর্শক ছবিটা দেখে হাসবে, কাঁদবেও। ছবিটি নিয়ে তাদের কোনো অভিযোগ থাকবে না। ‘নোলক’ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। হলে গিয়ে ছবিটি দেখার পর সবার মন থেকে এসব প্রশ্ন দূর হয়ে যাবে। আশা করি, এ ফ্যামিলি ড্রামা দেখার পর দর্শক পরিপূর্ণ আনন্দ নিয়ে হল থেকে ফিরবেন।