দর্পণ ডেস্ক : চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে হারের পর তোপের মুখে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনা জিতলে লিওনেল মেসির কৃত্বিত আর হারলে কোচ আরনেস্তো ভালভার্দে ও ফিলিপ্পে কুটিনহোর দোষ- এমনটাই হয়ে আসছে বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দ্য ফেনোমেনন। তার মতে বার্সেলোনার জয়ের কৃতিত্ব সব মেসির হলে, হারের দায়টাও তার ওপর বর্তায়। বার্সার সাবেক তারকা রোনালদো ডি লিমা বলেন, ‘বার্সেলোনা সেরা একটি দল। বার্সায় বিশ্বসেরা ফুটবলার মেসি রয়েছে। সেদিন শুনলাম বার্সার হারের দায় নাকি ভালভার্দে, কুটিনহোর। কিন্তু কেন মেসি নয়। যখন বার্সা জেতে তখন বলা হয় মেসির কারণেই জিতেছে।

এটা দলের বাকি ফুটবলার এবং কোচিং স্টাফদের জন্য চরম অসম্মানের।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে জোড়া গোল করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন মেসি। লিভারপুলের মাঠে ফিরতি লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। এবার দায় দেয়া হচ্ছে লুইস সুয়ারেজ, কুটিনহো কিংবা কোচকে। বার্সেলোনার দ্বিতীয় লেগের হারের ব্যাপারে রোনালদো বলেন, ‘যখন কোনো দল তাদের লক্ষ্যের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত থাকে, তখন প্রতিপ্রক্ষের জন্য কাজটা বেশ কঠিন হয়ে যায়। বার্সেলোনার জন্য লিভারপুলে ঘুরে দাঁড়ানোটা অপ্রত্যাশিত ছিল না। তবে ভাগ্য তাদের পাশে ছিল না। প্রথম লেগে মেসির কল্যাণে দুর্দান্ত ছিলো বার্সেলোনা। তবে দ্বিতীয় লেগে তাদের ছাপিয়ে গেছে লিভারপুল।’ ক্যারিয়ারে স্পেনের শীর্ষ দুই দলেই খেলেছেন রোনালদো নাজারিও ডি লিমা। ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে ৪৯ ম্যাচে ৪৭ গোল করেন এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আর ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ১৭৭ ম্যাচে ১০৪ গোল পান তিনি।