দর্পণ ডেস্ক : অভিনেত্রী দীপা খন্দকার দেড় মাসের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। রমজানের শেষ সপ্তাহে ঢাকা ছাড়বেন তিনি। তাই ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে দীপাকে কয়েকটি নাটকে দেখা যাবে। দীপা বলেন, ঈদের জন্য বেশ কিছু নাটকে কাজ করছি। অস্ট্রেলিয়ায় যাবো বলে কিছু নাটকের কাজ ছেড়ে দিয়েছি। আর এবার ঈদ অস্ট্রেলিয়ায় কাটাবো। বছরের বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই কিছু দিন বেড়ানোর উদ্দেশে অস্ট্রেলিয়ায় যাবো। এই অভিনেত্রীর হাতে চারটি ধারাবাহিক নাটক আছে। এগুলো হলো- ‘লকেট’, ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ ও ‘প্রিয় পরিবার’। দীপার ছোটপর্দার কাজের বাইরে নতুন একটি চলচ্চিত্রের বিষয়েও কথা হচ্ছে। দীপা বলেন, অভিনেতা শাহরিয়ার নাজিমের একটি চলচ্চিত্রের বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। গল্প-চরিত্র পছন্দ হলে ছবিটিতে কাজ করবো বলে জানান।