কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার নববধূ ধর্ষণ মামলার মূল আসামি ভাড়াটে মোটর সাইকেল চালক বখাটে রফিক গ্রেফতার হয়েছে। বুধবার ভোররাতে ঢাকার গাজীপুর পুবাইল থানার মিরাবাড়ি এলাকা থেকে পুবাইল থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত রফিককে কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন গ্রেফতার করেছে। কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাকিম ফকিরের ছেলে রফিক।
প্রসংঙ্গত: গত ২৪ এপ্রিল রাতে ওই নববধূ স্বামী জাহিদুল ইসলাম সুজনকে নিয়ে চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামের খালু বাড়িতে বেড়াতে আসেন। স্বামীসহ সজনদের মারধর করে এ চক্র নববধূকে বাড়ি থেকে বিলে নিয়ে রফিক ধর্ষণ করে। ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে বাকি নরপশুরা সটকে পড়ায় গনধর্ষন থেকে রক্ষা পায় ওই গৃহবধূ।
আহত অবস্থায় গৃহবধুকে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। এ ঘটনায় স্বামী সুজন হাওলাদার কলাপাড়া থানায় বেতমোর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল, হাকিম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের ছেলে খালেক এবং মন্নান গাজীর ছেলে জাফরসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মূল আসামি গ্রেফতারের পরে এখন বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। রফিককে আদালতে প্রেরন করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.