দর্পণ ডেস্ক :  আগামী ১২ মে ‘আন্তর্জাতিক মা দিবস’ । এ দিনটিকে সামনে রেখে বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে ‘মা’ শিরোনামের একটি গান গাইলেন এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। বাসু দেব ঘোষের কথা, সুর ও সংগীতে গানটির কথা এমন-‘আমার একটি নরম সরম ছোট্ট একটি মা’। এরইমধ্যে এ গানটি ‘বাসু দেব ঘোষ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।