দর্পণ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বিজেপির এক নেতা নিহত হয়েছেন। গতকাল (শনিবার) রাতে অজ্ঞাত বন্দুকধারী অনন্তনাগের বিজেপির জেলা সহ-সভাপতি গুল মুহাম্মদ মীরকে (৬০) বাসায় ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তিনি নিহত হন।

এদিন রাত ১০ টা নাগাদ তিনি বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের এক চিকিৎসক বলেন, গুল মুহাম্মাদ মীর বুকে ৩ টা ও পেটে ২ টা গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপির ওই নেতা দলীয় টিকিটে ২০০৮ ও ২০১৪ সালে দরু থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

গুল মুহাম্মদ মীরের হত্যার ঘটনায় আজ (রোববার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র নিন্দা জানিয়েছেন। ওই ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ তীব্র নিন্দা করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু ও কাশ্মিরে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান সর্বদা মনে থাকবে। আমাদের দেশে এ ধরনের সহিংসতার জন্য কোনো জায়গা নেই।

ওমর আব্দুল্লাহ বলেছেন, আমি সহিংস ওই ঘৃণ্য ঘটনার নিন্দা জানাচ্ছি। তাঁর মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন। মেহবুবা মুফতি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর মাগফিরাত কামনা করেছেন। জম্মু-কাশ্মির প্রদেশ কংগ্রেসের সভাপতি গুলাম মুহাম্মদ মীরসহ অন্য নেতারাও ওই হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন।