দর্পণ ডেস্ক : ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ার পর নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

দুই দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর রবিবার (৫ মে) সকাল থেকে সারা দেশে নৌযান চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩ মে) বেলা ১১টা থেকে ফণী’র আঘাত থেকে দুর্ঘটনা এড়াতে সারা দেশে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।

মোবারক হোসেন জানান, ‘ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা কেটে গেছে। তাই আজ সকাল থেকে নৌযান চলাচল আবারও শুরু হয়েছে।