লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘দাও ফিরিয়ে আলোর পথ, দূর হোক সংশয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে সাকামে শেষ হয়। পরে আমিনুল গেদু মিলনায়তনে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও উদ্ভোধন করেন নাট্য ব্যক্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় কুমার ভৌমিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাট্য উৎসব কমিটির আহবায়ক অধ্যাপক সুবির কুমার মৈত্র অলক এবং সাকামের সভাপতি অধ্যাপক মোঃ মুজিবুল হক নবী। বক্তব্য শেষে অতিথীবৃন্দ প্রদীপ জ্বালীয় নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সাকামের আয়োজনে উৎসবের প্রথম নাটকটি মঞ্চস্থ হয়। আগামী ১২ মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় একটি করে নাটক মঞ্চস্থ হবে।