দর্পণ ডেস্ক : তরুণ ফুটবলার নিয়ে গড়া দল আয়াক্স। মাদ্রিদ জয় করেছে, তুরিন জয় করেছে। এরপর জয় করলো লন্ডনও। এক পা দিয়ে রেখেছে মাদ্রিদে। ঘরের মাঠে কেবল ইংলিশ লিগের দল টটেনহ্যামকে রুখে দেয়ার পালা তাদের। মৌরিসিও পচেত্তিনোর দলের বিপক্ষে তাদের মাঠে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে আয়াক্স। নিজেদের মাঠে সেরাটা দিতে পারলেই মাদ্রিদে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চলে যাবে তারা।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় স্পার্সদের থমকে দিয়ে গোল উৎসব করেন ভ্যান ডি বিক। তার ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচ ক্লাব আয়াক্স। পরে ওই গোল শোধ দেয়ার জন্য দারুণ আক্রমণ তুলেছে টটেনহ্যাম। কিন্তু গোলের মুখে এসেই তাদের আক্রমণগুলো থেমেছে। আয়াক্সও দারুণ দক্ষতায় তাদের রুখে দিয়েছে। গোল পাওয়ার মতো কিছু আক্রমণ তারাও করে। বল দখলেও স্পার্সদের টেক্কা দিয়ে খেলে আয়াক্স।
ম্যাচ শেষে জিগো স্পোর্টসকে আয়াক্স কোচ ইরিক টেন হ্যাগ বলেন, ‘আমরা সিংহের মতো লড়াই করেছি। প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছি আমরা। গোল আমাদের পাওনাই ছিল। কতৃত্ব করে খেলেও অবশ্য আমরা পরে ভালো ফুটবল খেলতে পারিনি।’
আয়াক্স বস টটেনহ্যামের মাঠ থেকে প্রথম লেগে অ্যাওয়ে গোল নিয়ে ফেরাকে দারুণ ব্যাপার মনে করছেন। তার মতে, ম্যাচের শুরুর অর্ধে আায়াক্স দারুণ কিছু সুযোগ পেয়েছে।