লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
এবারের এসএসসি পরীক্ষায় হতদরিদ্র হারুন অর রশিদ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। হারুন অর রশিদ প্রাইভেট পড়িয়ে যে অর্থ পেত সেই অর্থ দিয়েই তার লেখাপড়ার খরচ এবং সংসারের খরচও বহন করতো। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন বাড়িতে সে প্রাইভেট পড়াতো। এর পরে বাড়ি ফিরে সে নিজের পড়াশুনা করতো। তার বাবা একজন অসুস্থ্য ব্যক্তি। বিছানায় শুয়ে শুয়ে তার ছেলেকে লেখাপড়ার জন্য সব সময় উৎসাহ দেন। পাঁচ সদস্যের সংসারে ভাই-বোনদের মধ্যে হারুন অর রশিদ বড়। তার ছোট ভাইও একজন মেধাবী ছাত্র। সে ৭ম শ্রেণীতে লেখাপড়া করে। হারুন ৫ম শ্রেণীতে জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণীতেও জিপিএ-৫ পেয়েছে। তার সংসারে এখন অর্থ উপার্জনের আর কেউ নেই। মা একজন গৃহিনী। হাঁস-মুরগী লালন-পালন আর শাক-সব্জি চাষ করে সেখান থেকে যে অর্থ আসে তা দিয়েই কোন মতে তাদেও দিন কেটে যায়। তার বাবা-মা’র একই চিন্তা চিন্তা যে তাদের ছেলের লেখাপড়ার খরচ কোথা থেকে আসবে ? তাই তারা দেশের বিত্তবান এবং শিক্ষাবান্ধব ব্যক্তিদের কাছে তার ছেলের লেখাপড়ার সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.