দর্পণ ডেস্ক : আমেরিকার নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় জানানো হয় নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জেফ বেকার বলেছেন, ওই ঘটনার সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বন্দুকধারীকে আটক করে। আটক হওয়া ওই ব্যক্তির হাতে একটি পিস্তল ছিল।
শিক্ষার্থীদেরকে আপাতত বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। আর এজন্য গত মঙ্গলবারই ছিল শেষ ক্লাস।
আমেরিকায় এ ধরণের সহিংসতার ঘটনা প্রতিদিন বাড়ছে। প্রতি বছর দেশটিতে গুলির ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এরপরও অবাধে অস্ত্র কেনাবেচা বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে না।