দর্পণ ডেস্ক : সেমিফাইনাল ম্যাচে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। এখন শুধু শিরোপার লড়াইটাই বাকি রইল। আপাতত এই লড়াইয়ে বিজয়ী হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। মঙ্গোলিয়াকে কোণঠাসা করে সেই অপেক্ষাটা নিশ্চিত হলো।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে জয় পায় লাল সবুজের মেয়েরা। শিরোপা লড়াইয়ে আগামী শুক্রবার লাওসের মুখোমুখি হবে তারা। এখন শুধু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।