দর্পণ ডেস্ক : মমতা বলেছিলেন মোদিকে বাংলার মাটির রসগোল্লা খাওয়াবেন। আরও বলেছিলেন, সেই রসগোল্লায় কাঁকড় মিশিয়ে দেওয়া হবে, যা খেলে দাঁত ভাঙবে। কিন্তু মমতার সেই কাঁকড় মেশানো মাটির রসগোল্লার আতিথেয়তাই এবার সাদরে গ্রহণ করলেন মোদি। সোমবার শ্রীরামপুরের সভা থেকে মোদি বলেন, বাংলার মাটি পুণ্যভূমি। সেই মাটির রসগোল্লা আমার কাছে প্রসাদ। সবার কপালে এমন পবিত্র প্রসাদ জোটে না। এ আমার সৌভাগ্য।

শ্রীরামপুরের সভায় মোদি বলেন, কী সৌভাগ্য আমার! দিদি বলছেন, বাংলার মাটি দিয়ে বানানো রসগোল্লা খাওয়াবেন। বাংলার মাটির রসগোল্লা মানে জানেন? বাংলার মাটিতে জন্মেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রীচৈতন্যদেব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা। বাংলার মাটি পুণ্যভূমি। সেই মাটি দিয়ে বানানো রসগোল্লা মোদি পেলে, তা মোদির জন্য প্রসাদ। আমার কাছে মাটি পবিত্র। মাটি আমার কাছে প্রেরণা। বাংলার মাটির রসগোল্লার জন্য আমি অপেক্ষা করব দিদি। সবার কপালে তো এমন পবিত্র প্রসাদ জোটে না।

রসগোল্লা প্রসঙ্গে মোদি আরও বলেন, দিদি বলেছেন মাটির রসগোল্লার সঙ্গে পাথর দেবেন। আমি বলছি, যত পাথর আছে পাঠিয়ে দিন। বাংলার মানুষকে আপনার গুণ্ডারা যে পাথর দিয়ে আঘাত করছে, তা আমায় পাঠিয়ে দিলে এখানকার মানুষ আপনার অত্যাচার থেকে কিছুটা অন্তত বাঁচতে পারবেন। তাদের মাথা সুরক্ষিত থাকবে।