দর্পণ ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটাররা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘যুদ্ধ’ বলছেন । তবে ‘যুদ্ধ’ শব্দটিতে আপত্তি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের। দুই দলের লড়াইকে সাধারণ একটি ক্রিকেট ম্যাচ হিসেবে দেখতেই পছন্দ করেন মালিক। তিনি বলেন, ‘যদিও এটা আমার ব্যক্তিগত মত। তবে যুদ্ধ শব্দটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। খেলাধুলার ক্ষেত্রে এ শব্দের ব্যবহার যথার্থ মনে হয় না আমার কাছে। ভারত তো কেবল একটা প্রতিপক্ষ।’
ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে ঘর-সংসার করছেন শোয়েব মালিক। দুই দেশের মাঝে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ থাকুক- সব সময় এমনটাই চান তিনি। কিন্তু রাজনৈতিক কারণে ক’দিন পর পরই উত্তপ্ত হয় প্রতিবেশী দুই দেশের সম্পর্ক।
কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় বোমা হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর ৪৪ জাওয়ান নিহত হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জের ধরে পাকিস্তানের সীমান্তে ঢুকে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। যদিও শেষ পর্যন্ত যুদ্ধ বাধেনি। আর ভারত ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামা হামলা প্রতিশোধ নেবে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে ‘যুদ্ধ’ বলছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগও। তবে শোয়েব মালিক এই ম্যাচটিকে দেখেন সৌহার্দ্যের মাধ্যম হিসেবে। তিনি বলেন, ‘যখন আপনি মানুষকে ভালোবাসতে শিখবেন তখন অনেক কিছুই সহজ হয়ে যাবে। সেটা ক্রিকেটই হোক আর অন্য কোনো খেলা। এটা মানুষকে একত্র করে দেবে।’ ৩৭ বছর বয়সী মালিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।