দর্পণ ডেস্ক : বার্সেলোনা নারী ফুটবল দল মেসিদের আগেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে । বার্সেলোনার হাত ধরে প্রথমবারের মতো স্প্যানিশ কোনো ক্লাব পা রাখল মেয়েদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
পরশু রাতেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শিরোপাও হাতছানি দিচ্ছে। ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে মেসিদের ভাগ্যে কী আছে, তা দেখার অপেক্ষায় আছেন বার্সেলোনার সমর্থকরা। লিভারপুলকে হারিয়ে তিন মৌসুম পর আবারও ইউরোপ সেরার ফাইনালে উঠতে পারবে কিনা বার্সা, তা জানতে অপেক্ষা আরও কয়েক দিনের। তবে এর আগে বার্সেলোনার নারী দল রোববার প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেছে। ইতিহাস সৃষ্টি করার পথে কাতালান মেয়েরা জার্মানির বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ২-০ গোলে।

প্রথম লেগের ম্যাচে বায়ার্নের ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়ে এগিয়ে ছিল বার্সা। দ্বিতীয় পর্বে ঘরের মাঠেও একই ব্যবধানে জয় পায়। ম্যাচের যোগ করা সময়ে স্পটকিক থেকে মারিওনার শট জালে জড়াতেই বার্সেলোনার মেয়েদের ইতিহাস। এরই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো স্প্যানিশ কোনো ক্লাব পা রাখল মেয়েদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ১৮ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের ক্লাব লিঁও। ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠেছে ফরাসিরা। অপেক্ষা করছে ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি। ইউরোপে মেয়েদের ফুটবলে ফরাসি ক্লাবটি সবচেয়ে সফল। দেখা যাক প্রথমবারের মতো ফাইনালে ওঠে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করতে পারে কিনা পাঁচবারের স্প্যানিশ লিগ বার্সেলোনার মেয়েরা।