দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পৌনে ২টায় শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত জায়ানের (৮) লাশ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের রাজধানীর বনানীর বাসায় আসেন । এর আগে পৌনে ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। দুপুর দেড়টার দিকে মরদেহ আনা হয় শেখ সেলিমের বনানীর ২/এ’র ৯ নম্বর বাসায়।
বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হবে ছোট্ট শিশু জায়ান।
রোববার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলা চালানো হয়। এ সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।