২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী মাসের ৪, ৫ অথবা ৬ তারিখের যেকোনো একদিন ফল প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চেয়েছে শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন সেই তারিখেই ফল প্রকাশ করা হবে। তবে এখনো তারা প্রধানমন্ত্রীর সম্মতি পাননি বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিলো।