গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করার লক্ষে উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে।
কমিটির উপদেষ্টারা হলেন ১১৪ পটুয়াখালী-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মহিববুর রহমান মহিব,
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আকন, মুক্তযোদ্ধা মেমোরিয়াল কলেজের
অধ্যক্ষ কলিম মোহাম্মাদ, ডা. খলিলুর রহমান, সুলতান হাওলাদার, আলম সিকদার, আবু ছালেহ পাটোয়ারী, আনোয়ার হাওলাদার, জসিম আকন, আ. ছত্তার হাওলাদার, ডা. রুহুল আমিন দুলাল, আ. কাদের হাওলাদার, সুলতান খান, আ. কাদের মৃধা, আশ্রাফ আলী প্রমূখ।
উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি হলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সহ-সভাপতি মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগ
সভাপতি জামাল হাওলাদার, সহ-সভাপতি সাংবাদিক লুৎফুল হাসান রানা, সহ-সভাপতি সাংবাদিক ওহাব হাওলাদার। সাধারণ সম্পাদক হলেন মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিপুর এসআরওএসবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনির হাওলাদার, প্রচার সম্পাদক সাংবাদিক মহিবুল্লাহ পাটোয়ারী, কোষাধ্যক্ষ সাংবাদিক হাবিবুল্লাহ খান রাব্বী, সদস্য সাংবাদিক একরামীন খান, মনির হাওলাদার, মাহতাব হাওলাদার, শহিদুল ইসলাম, পলাশ সরকার প্রমূখ।
আগামী কয়েকদিনের মধ্যে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করার দাবী নিয়ে বিভিন্ন সভা সমাবেশ ও আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।