দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের একদফা কর্মসূচি। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (সোমবার) তিনি পূর্ব-বর্ধমানের রায়নাতে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
মমতা এদিন বিজেপি’র পাশাপাশি বিরোধী সিপিএম ও কংগ্রেসের সমালোচনা করে বলেন, ‘কাল যারা সিপিএমের হার্মাদ ছিল আজ তারা বিজেপির ওস্তাদ হয়েছে। এদের কোনো আদর্শ নেই, কোনো উদ্দেশ্য নেই। আমার সঙ্গে রাজনৈতিকভাবে, উন্নয়ন নিয়ে, দিশা নিয়ে লড়াই করো, কিন্তু তা না পারায় আমার বিরুদ্ধে কংগ্রেস-সিপিএম-বিজেপি এক হয়েছে যাতে মোদি বাবুকে প্রধানমন্ত্রী করা যায়। আর আমরা এখানে মানুষকে নিয়ে এক হয়েছি, মোদি বাবুকে দেশ থেকে বিদায় দিতে হবে।’
মমতা বলেন, ‘আমরা বিজেপির মত মাথায় ফেট্টি বেঁধে, গদা, তলোয়ার নিয়ে বাইক নিয়ে রাস্তায় নামি না। এসব করে ওরা বাংলা নেয়ার কথা বলছে! বিজেপি আগে দিল্লি সামলা, পরে ভাবিস বাংলা। ভোটের সময় বসন্তের কোকিলের মত বিজেপির দেখা মেলে, আর সারা বছর দেখা পাওয়া যায় না।’
বাংলা সবাইকে নিয়ে আগামীদিনে ইউনাইটেড ইন্ডিয়া সরকার গঠন করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।