গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার মুরাদনগর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রীকে এক যুবক শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে ওই রাতেই গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গলাচিপা থানা পুলিশ রাতেই একবার এবং রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোস্তফা খন্দকারের মেয়ে ৯ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী শনিবার সন্ধ্যার সময় বাড়িতে পড়ার টেবিলে পড়ছিল। এসময় জিসান (২০) নামের এক যুবক ঘরের ভেতর অনধিকার প্রবেশ করে ওই ছাত্রীর মুখ চেপে বাহিরে নেয়ার চেষ্টা করে। এসময় মেয়েটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জিসান পালিয়ে যায়।
অভিযুক্ত জিসানের বাড়ী চর বিশ্বাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডে । সে কালিকাপুর গ্রামের ফুফা খলিলুর রহমান মৃধার বাড়ীতে থাকত।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ এর বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও সংযোগ স্থাপন সম্ভন না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।