গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সভাপতি মরহুম আলতাফ মাহমুদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পন করেছেন বিএফইউজে ও ডিইউজে এর সাংবাদিক নেতারা।

বুধবার জেলার গলাচিপা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের
ফুলখালী গ্রামে গিয়ে সাংবাদিক নেতারা মরহুম আলতাফ মাহমুদের কবর জিয়ারত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজে এর মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজে’র যুগ্ন-মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশিদ, শাহনেওয়াজ দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্য, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু প্রমূখ।

পরে গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার শংকর লাল দাশ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাবান মাহমুদ, আবু জাফর সূর্য্য, আবদুল মজিদ, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সমিত কুমার দত্ত মলয় প্রমূখ।