আলিম সোহেল:একটু দেরিতে হলেও যোগ্যতার মুল্যায়ন করল দল।যোগ্য ব্যাক্তিকে উপযুক্ত জায়গায় বসালে সবদিক থেকেই উন্নয়নের গতি ত্বরান্বিত হয় তারই প্রমান হল সাভার উপজেলা চেয়ারম্যান রাজিব।দায়িত্বে বসেই সকল কাজের খোজ নিচ্ছেন যাতে সুন্দর একটা পরিকল্পিত উন্নয়ন সহজতর হয়।সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেল তারা এবার অশার বাসা বেধেছেন।তাদের স্বপ্ন বর্ষা আশার আগেই যদি রাস্তাঘাটের উন্নয়ন করা যায় তাহলে জনসাধারনের দূর্ঘব অনেকটাই লাঘব হবে।তারা আরো বলেন দখলকৃত খালগুলো পুনরুদ্ধার করে সুয়্যারেজ ব্যবস্থার উন্নয়ন করতে পারলে চেয়ারম্যান হিসেবে রাজিবের সুনাম ছড়িয়ে যাবে সবদিকে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.