দর্পণ ডেস্ক : বুধবার রাজধানীর আজিমপুরে একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দিতে পারেন কেবল আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির আর কোনো সুযোগ নেই। ফলে আইনি প্রক্রিয়া বাদ দিয়ে কাগুজে বাঘের মতো বিএনপির আন্দোলনের হুমকিতে কোনো লাভ হবে না। তাদের আন্দোলনে জনগণের সমর্থন যে নেই, তা বহুবার প্রমাণিত হয়েছে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য মিলাদ মাহফিল করেছেন। তার মুক্তি কে দেবে? বারবার বলার পরও কেন নাটক করেন?

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ ও পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার পাপের কারণে বিএনপির নেতারা জেলে ও পলাতক রয়েছেন। এতিমের টাকা আত্মসাতের দায়ে যিনি (খালেদা জিয়া) কারাগারে আছেন, তাকে মুক্ত করার দায় দেশের জনগণ কখনও নেবে না। আর দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যিনি (তারেক রহমান) বিদেশে পলাতক আছেন, তার অপকর্মের দায়ও জনগণ নেবে না। কারণ, তারা ধ্বংস ছাড়া আর কিছু জনগণকে দিতে পারেনি।

তিনি বলেন, এ দেশের জনগণ আর ধ্বংসাত্মক রাজনীতি চায় না। তারা শান্তি, উন্নয়ন ও অগ্রগতি চায়। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেটি বাস্তবায়নে কেউ বাধা দিতে এলে জনগণই সেই বাধা উড়িয়ে দেবে।

২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য পারভীন হক শিকদার, ওমর আলী, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।