দর্পণ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সব অ্যাকাউন্ট (ব্যাংক হিসাব) বন্ধ করে দিয়েছে। এর ফলে ইরানের বন্যার্তদের জন্য দেশের বাইরে থেকে কেউ সাহায্য পাঠাতে পারছে না। আমেরিকা এই পদক্ষেপের কার্যত ত্রাণ সহযোগিতায় বাধা সৃষ্টি করছে।
তিনি আরও বলেছেন, আমেরিকা রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ায় প্রবাসী ইরানিসহ কেউই বিদেশ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য পাঠাতে পারছেন না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাধারণত কঠিন পরিস্থিতিতে এবং জরুরি মুহূর্তে মানবিক কারণে হলেও ত্রাণ সাহায্য পাঠানোর ব্যবস্থা রাখা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি বা রেড ক্রসের মাধ্যমে ত্রাণ সাহায্য পাঠানোর একটা ব্যবস্থা করা হয়। কিন্তু আমেরিকা এ ক্ষেত্রে চরম অমানবিকতা প্রদর্শন করেছে। তারা ইরানের বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সাহায্য পাঠানোর সব পথ বন্ধ করে রেখেছে।
মার্কিন সরকার ইরানি জনগণের বিরুদ্ধে নয় বলে যে দাবি করে আসছে এই অমানবিক পদক্ষেপের মধ্যদিয়ে সে দাবি আবারও মিথ্যা প্রমাণিত হয়েছে।
আমেরিকার এ ধরণের চরম অমানবিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আন্তর্জাতিক সমাজ ও সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।