দর্পণ ডেস্ক : ভারতের দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন।এ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার প্রচারণা শুরু করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদি।
অপরদিকে কোচ বিহারের দিনহাটায় সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন রেলওয়ে মাঠে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় সভায় যোগ দেবেন তিনি।
তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটিতে অন্তত ২টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের ১৩ থেকে ১৭ মে পর্যন্ত রাজ্যে ১০০টি সভা করতে পারেন তিনি।