দর্পণ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে উত্তরার রবীন্দ্র সরণি বটমূলে  ১০ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন অনুষ্ঠানে সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গীতাঞ্জলিসহ বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন গীতাঞ্জলির পরিচালক মাহবুব আমিন মিঠু।এ সময়  মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে মৃদঙ্গম ললিতকলা কেন্দ্রের ছোট সোনামনিরা গান ও নৃত্য পরিবেশন করে। শুদ্ধ সংস্কৃতি চর্চায় মৃদঙ্গম ললিতকলা কেন্দ্র তাদের প্রয়াস চালিয়ে যাচ্ছে। মৃদঙ্গমের পরিচালনায় রয়েছেন ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী ও মুক্তা চক্রবর্ত্তী। প্রণবানন্দ চক্রবর্ত্তী ভারতের পুণে ইউনিভার্সিটি থেকে নাট্যকলা বিভাগে ডক্টরেট কোর্স সম্পন্ন করে বর্তমানে উত্তরা ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন এবং মুক্তা চক্রবর্ত্তী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরত নাট্যমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত।

এছাড়াও বিভিন্ন প্রকাশনী থেকে বইমেলার আয়োজন করা হয়। ১০ দিনব্যাপী বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান কবিতা নৃত্য প্রভৃতি পরিবেশন করে।