দর্পণ রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পশ্চিম পাকিস্তানীদের বিরুদ্ধে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তবে তা অবশ্যই হতে হবে সঠিক ইতিহাস। কারণ স্বাধীনতাবিরোধী একটি মহল এখনো ত্রিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত করতে তৎপর। তাই স্বাধীনতার সঠিক ইতিহাস সারাবিশ্বে ছড়িয়ে দিতে এবং তা রক্ষায় আমাদের সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে একতাবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
গত রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, মাল্টিপারপাস হলে ইসলামী ব্যাংক ঢাকাস্থ হাসপতাল সমুহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মাদ আফজাল। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের মাননীয় সুপারইনটেনডেন্ট ডা. মুঃ কামরুলহাসান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কার্য্যকরী কমিটির মহাসচিব, ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, বি. এস. এম. এম. ইউরোলজী বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, (অব.) অধ্যাপক ডাঃ এস. এ. এম. গোলাম কিবরিয়া, স্বাচিপ সাধারন সম্পাদক ও সদস্য কার্য্যকরী কমিটি বি এম এর ডাঃ মোঃ আব্দুল আজিজ, সদস্য, কার্য্যকরী কমিটি বি এম এ, ডাঃ শারফুদ্দিন আহমেদ ও বি এম এ সদস্য, ডাঃ মোঃ জামালউদ্দিন চৌধুরী,
আলোচনা শেষে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল এর ঢাকাস্থ শাখাসমূহ, ইসলামী ব্যাংক মডেল স্কুল এন্ড কলেজ, ইসলামী ব্যাংক ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজ ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।