গোফরান পলাশ, পটুয়াখালী: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে কোনরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সৈয়দ আখতারুজ্জামান কোক্কা পেয়েছেন ২৬ হাজার ৪৬৪ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে শফিকুল আলম বাবুল ৩৬,১৪৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।। তার নিকটতম প্রার্থী চশমা প্রতীক নিয়ে মোস্তফা কামাল পেয়েছে ১৯,৫২০ ভোট। তালা প্রতীক নিয়ে  নিজাম উদ্দিন নিজাম পেয়েছে ২২৯৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহিনা পারভীন সীমা ৩৯,০২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।। তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে উম্মে তামিমা বিথী পেয়েছে ১৪,৩৩৫ ভোট, কলস প্রতীক নিয়ে হেলেন লাকী পেয়েছে ৬০৩৮ ভোট।

উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রে সকালের দিকে ভোটার উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতির সংখ্যাও বাড়তে থাকে। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণে কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি ছিল গড়ে শতকরা ৩০ থেকে ৩৪ ভাগ ।