দর্পণ ডেস্ক : বিচ্ছেদের পথে এগোচ্ছেন বলিউড তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড সংগীতশিল্পী নিক জোনাস। এ খবর প্রকাশ করেছে ওকে নামের একটি ইউএসভিত্তিক ম্যাগাজিন। এ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। খবরে বলা হয়, কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপারেই হােক- বনিবনা হচ্ছে না এ দম্পতির। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, আর তাতেই সমস্যা আরো বেড়েছে।
এছাড়া জোনাস পরিবারও নাকি খুব চটেছে প্রিয়াঙ্কার ওপর। তাদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী কোনো মেয়ের মতোই আচরণ করেন। তার যে সন্তান নিয়ে ঘর করার সময় হয়েছে তা তিনি বুঝতেই চান না।
তবে ভারতীয় অনেক মিডিয়া ওই ম্যাগাজিনের এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এছাড়া প্রিয়াঙ্কা ও নিকের পক্ষে তাদের পিআর ম্যানেজার এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেছেন, এমন বাজে খবরকে পাত্তা দিয়ে আমাদের পরিবারের শান্তি নষ্ট করতে চাই না।