রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লেগেছে। প্রচন্ড ধোঁয়ায় ঝুঁকিতে আশেপাশের ভবনগুলোর মানুষ। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে অনেকেই সেখানে আটকা পড়েছেন। আগুন থেকে বাঁচতে অনেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তবে, কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।