গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালী-৪ আসনের সাংসদ মো: মহিব্বুর রহমান বলেছেন, ’মহিপুর থানার সকল খাল দখলমুক্ত করা হবে। এছাড়া সালিশের নামে বাণিজ্য পুরোপুরি বন্ধ করার জন্য তিনি নেতা কর্মীদের আহ্বান জানান।’
সোমবার শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক গন সংবর্ধনা অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মুহিব আরো বলেন, ’মহিপুর থানার নিজামপুর অংশের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। শীঘ্রই পাউবো এ কাজ শুরু করবে।’
আওয়ামী লীগ নেতা ও সাবেক মহিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক আকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ।

এসময় জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কুয়াকাটা পৌর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূঁইয়া, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে মহিপুর থানা শ্রমীক লীগ  অফিস ও মহিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমীক লীগ অফিস উদ্বোধন করেন সাংসদ।