দর্পণ ডেস্ক : ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে চক্রাকার বাস সার্ভিস আগামী ২৭ মার্চ পলাশী-ধানমন্ডি ২৭ রুটে চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) থেকে এ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত থাকলেও স্বাধীনতা দিবসের কারণে একদিন পিছিয়ে ২৭ মার্চ করা হয়েছে। কারণ মঙ্গলবার সড়কটিতে ভিভিআইপি চলাচল থাকবে।

সোমবার রাজধানীর আজিমপুর কলোনি মাঠে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, আমরা তিনটি স্পটে চক্রাকার বাস সার্ভিস চালু করব। প্রথমে রাজধানীর ধানমন্ডিতে এই সার্ভিস চালু করা হবে। এসি, নন-এসি বাসের ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তালিকা অনুযায়ী নির্ধারিত হবে। তবে অন্য যানবাহনের তুলনায় কম হবে। দূরত্বভেদে ১০, ২০, ৩০ টাকা ভাড়া হতে পারে।

জানা যায়, গত ২০ মার্চ নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় এই চক্রাকার বাস সার্ভিস চালুর ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। বৈঠক থেকে জানানো হয়, চক্রাকার বাস চলবে ধানমণ্ডি ২৭ নম্বর থেকে শঙ্কর, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, কাঁটাবন হয়ে আবার সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, ধানমণ্ডি ৩২ নম্বর হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর পর্যন্ত।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাজী মোহাম্মদ সেলিম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি প্রমুখ।