দর্পণ ডেস্ক : প্রায় তিন দশক পর আবার সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ শনিবার (২৩ মার্চ) ডাকসুর নবনির্বাচিত নেতাদের সভার মধ্য দিয়ে এর কার্যকারিতা শুরু হলো। বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব উত্থাপন করবে জিএস গোলাম রাব্বানী। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।

এদিকে ডাকসুর প্রথম কার্যকরী সভা চলকালে পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদল মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে। মধুর ক্যানটিন থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। পরে ডাকসু ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হয়।

এসময় ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। আমরা মনে করেছিলাম অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচন আলাদা হবে। কিন্তু তা হয়নি। আমাদের দাবি হল পুনঃতফসিল ঘোষণা করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, যারা অনিয়মের নির্বাচনে সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে।’

এ ছাড়া, পুনর্নির্বাচনের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে ডাকসু ভবনের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

অপরদিকে, ডাকসুতে পুনঃনির্বাচনের দাবিতে মধুর ক্যানটিনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ। সংক্ষিপ্ত সমাবেশে জাসদ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তাদের পদত্যাগ করে পুনরায় ডাকসু নির্বাচনে দিতে হবে।’

উল্লেখ্য গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর শনিবার (২৩ মার্চ) এই মেয়াদের প্রথম কার্যকরী সভার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করলো ডাকসু। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। সেবছর ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর শুধু ডাকসু নয়, কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। গত ১১ মার্চ নির্বাচনের মাধ্যমে আবারও প্রাণ ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের।

এই নির্বাচনে কেন্দ্রীয় পদের ২৩টিতে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্রার্থী জয়লাভ করলেও বাকি দুটি পদের মধ্যে ভিপি হিসেবে জয়লাভ করেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে জয়লাভ করেন আকতার হোসেন। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং সহ-সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ছাত্রলীগের ঢাবি ইউনিটের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া হল সংসদে ১৮টি হলের মধ্যে ৯টি হলেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়।