দর্পণ ডেস্ক : শুক্রবার ইসলামভীতি দূর ও আন্তঃধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের ‘ওপেন এন্ডেড’ সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান।
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার প্রেক্ষিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে ওআইসি। ওই হামলায় অন্তত ৫০ মুসল্লির মৃত্যু হয়।
ভূমিমন্ত্রী জাতিসংঘের অধীনে ওআইসির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বলেও আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
সন্ত্রাসবাদ, ইসলামভীতি ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা দূর করতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ জরুরি বৈঠক শেষ হয়।
ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন।
এছাড়া নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগানের আমন্ত্রণে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ।