দর্পণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি চলচ্চিত্রের গান ও স্টেজ শো নিয়ে হরহামেশাই ব্যস্ত থাকেন। তবে অডিও গানে আগের চেয়ে তাকে কমই পাওয়া যায়। তবে এবার অনেকদিন পর নতুন একটি অডিও গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটির কথা লিখেছেন প্রদীপ সাহা। আর সুর করেছেন অভি আকাশ। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। রোমান্টিক ঘরানার এ গানটি প্রকাশ হবে সেভেনটিউনস থেকে।

জানা গেছে, গানটির জন্য বেশ ব্যয়বহুল মিউজিক ভিডিও করা হবে। ভিডিওসহ খুব শিগগিরই গানটি প্রকাশ হবে। ন্যান্সি বলেন, অনেকদিন পর নতুন একটি অডিও গানে কণ্ঠ দিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে শ্রোতাদেরও ভালো লাগবে। এদিকে ন্যান্সি, চলতি বছর এ পর্যন্ত প্রায় হাফ ডজন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। সামনে আরো কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। এর বাইরে স্টেজ শো নিয়েও ব্যস্ততা যাচ্ছে এ শিল্পীর।

ক’দিন আগেই ন্যান্সির ১১ বছর বয়সী মেয়ে রোদেলার একটি গান প্রকাশ পেয়েছে। মেয়ের গানটি ঘিরে বেশ আনন্দিত ও উত্তেজিত দেখা গেছে ন্যান্সিকে। এ শিল্পী বলেন, প্রথম গান হিসেবে রোদেলা যে সাড়া পেয়েছে তাতে আমি অভিভূত। মিডিয়া সংশ্লিষ্ট সবার প্রতি ও শ্রোতাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।