দর্পণ ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে গতবারের মতো এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। জনপ্রিয় এই অভিনেত্রী রাজনীতির ময়দানে আবারও তীর্যক মন্তব্যের শিকার হয়েছেন।

তৃণমূলের হয়ে আসানসোল থেকে তিনি আসন্ন লোকসভা নির্বাচন লড়বেন। এজন্য প্রায়ই নির্বাচনী প্রচারে যেতে হয় মুনমুনকে।

সম্প্রতি এক নির্বাচনী প্রচারে গিয়ে সংবাদ সন্মেলন করার সময় আচমকা শাড়ির আচল সরে যায় মুনমুনের। ওই মুহূর্তের একটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তীর্যক মন্তব্য আসতে থাকে তাকে নিয়ে।

এরই মধ্যে মুনমুনকে ব্যক্তিগত আক্রমণ করে বসেছে বিজেপির একাংশ। তারা বলেছে, যিনি নিজের শাড়ির আঁচল সামলাতে পারেন না, তিনি একটা লোকসভা কী করে সামলাবেন? অবশ্য এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল।

এর আগেও বিভিন্ন সময় রাজনীতির মাঠে সমালোচনার মুখে পড়তে হয়েছে মুনমুনকে।