ভারতের লোকসভার ৫৪৩ আসনে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় ভোট।

ভোটের আগে লোকসভা নির্বাচন নিয়ে এক যৌথ জনমত সমীক্ষা চালিয়েছে টাইমস নাউ ও ভিএমআর। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সমীক্ষায় লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ফের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়বে বলে আভাস পাওয়া গেছে।

ভারতে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। জনমত সমীক্ষায় বলা হয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২৮৩ আসন।

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৩৫ আসন। তৃতীয় শক্তি মমতা-মায়াবতী-চন্দ্রবাবু-অখিলেশ যাদবদের জোট পেতে পারে ১২৫ আসন।

৫৪৩ আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪২ আসন। পশ্চিমবঙ্গে এবার ৪২ আসনে এককভাবে জয়ের ঘোষণা দিয়ে রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি ঘোষণা দিয়েছে, তারা ২৩ আসনে জিতবে।

তবে এবার পশ্চিমবঙ্গেও বড় ধাক্কা দিতে পারে বিজেপি। কমতে পারে তৃণমূলের আসন।

জনমত জরিপ বলছে, পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩১ আসন। বিজেপি পেতে পারে ১১ আসন। বামদল ও কংগ্রেসের এবার শূন্যহাতে ফিরতে হতে পারে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৪ আসন। কংগ্রেস চার, বামফ্রন্ট ও বিজেপি দুটি করে আসন পায়।

বিজেপি বলছে, পশ্চিমবঙ্গে তাদের আসন বাড়বে। কংগ্রেস ও বামফ্রন্টও বলছে, তারা গত নির্বাচনের চেয়ে এবার বেশি আসন পাবে।