গোফরান পলাশ, পটুয়াখালী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে নানান কর্মসূচী পালিত
হয়েছে।

সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম
চৌধুরী, পুলিশ সুপার মঈসুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু স্কোয়ার থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীরর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম প্রমূখ।

অপরদিকে পটুয়াখালীর কলাপাড়ায় রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মো:  মহিব্বুর রহমান মহিব। পরে চিত্রাঅংঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই দিন বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, শোভাযাত্রা, দেয়ালিকা উন্মোচন, শিশু-কিশোর প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং দোয়া অনুষ্ঠান। এসময় পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ডীন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন্ন হল প্রভোস্টগন উপস্থিত ছিলেন। দুপুর ১-৪৫ মিনিটে কেন্দ্রীয় মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।