দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।তিনি বলেন বিএনপির নিজেদের ভুলের কারণেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হচ্ছে-জামায়াত স্বাধীনতাবিরোধী ঘাতকদের আশ্রয় দিয়েছে। বিএনপির রেখে যাওয়া পাপকে জনগণ ভুলতে পারেনি। এ কারণে আজ বিএনপির এমন ভরাডুবি। তাদের ভুলের কারণেই তাদের নেতাকে কারাগারে থাকতে হচ্ছে।আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে লেখা বই নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের সর্বক্ষেত্রে এ উন্নয়নের ছোঁয়া লেগেছে। বার বার তিনি এ বাংলায় ক্ষমতায় আসুক, সেটাই প্রত্যাশা করি।
গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এ নেতা বলেন, গ্যাসের দাম যেন বেশি না বাড়ে, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। তাদের আমরা বলব, দাম যদি বাড়াতেই হয়, তাহলে সহনশীল মাত্রায় বাড়ান।
এদিকে, বিএনপি ও ঐক্যফ্রন্ট ডাকসু নির্বাচনকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ছাত্রদল কত ভোট পেয়েছে সেটি বলতেও তারা লজ্জা পাচ্ছে। যারা বামপন্থী সংগঠন করে তাদের প্রতি যথেষ্ট সম্মান-শ্রদ্ধা রেখে বলতে চাই, বাম-ডান সবাই মিলে চেষ্টা করেছিল ছাত্রলীগকে হটিয়ে দেয়ার জন্য। কিন্তু বাম-ডান সবাই একত্রিত হয়েও ছাত্রলীগের বিজয় ঠেকাতে পারেনি।
আজ (শুক্রবার) এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে তৃতীয় বীমা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে শাস্তিপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি রাজবন্দী নন। তিনি দুর্নীতির দায়ে কারাগারে আছেন। তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালত এবং আইন।