১৫ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম) এর এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড এম.এ সামাদ।
বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড সাহিদুর রহমান, কমরেড মোস্তফা আল খালিদ, কমরেড রফিকুল ইসলাম, কমরেড মাসুদ আলম জয়, মার্কসবাদী যুব মঞ্চের সভাপতি কমরেড সোহেল, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলম, গণসংগঠক মাহাবুব খোকন, নাগরিক পরিষদের আহ্বায়ক কমরেড সামসুদ্দীন, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, বেকার সমাজের সভাপতি কমরেড হাসান, গণসংগঠক মাহাবুব খোকন, তৃনমুল নাগরিক আন্দোলনের প্রেসিডেন্ট মফিজুর রহমান লিটন ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণ মানবে না। গ্যাসের মূল্য বৃদ্ধি না করার জন্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কমরেড এম.এ সামাদ বলেন, এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এবং জনগণের কাছে কোন জবাবদিহীও করতে হয় না। কাজেই জনগণ মরলো না বাঁচলো সেটার চিন্তা সরকার করে না। গ্যাস হলো সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে কেন গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে ? একবারে গ্যাসের মূল্য দ্বিগুণ করে জনগণকে সরকার পথে বসাতে চাচ্ছে। আর অন্যদিকে লুটপাট, দুঃশাসন, জুলুম, নির্যাতন চালাচ্ছে। সরকার দলীয় ও সরকারি আমলাদের লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্যই এই মূল্যবৃদ্ধির পায়তারা।
তিনি আরো বলেন, আমরা অবিলম্বে সরকারকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আহ্বান জানাচ্ছি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে এসে শেষ হয়।